Logo
Logo
×

সারাদেশ

সিলেটে উন্মোচিত বাংলাদেশ-শ্রীলংকা টি-টোয়েন্টি ম্যাচের ট্রফি

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০৮:৪১ পিএম

সিলেটে উন্মোচিত বাংলাদেশ-শ্রীলংকা টি-টোয়েন্টি ম্যাচের ট্রফি

আধ্যাত্মিক রাজধানী বলে খ্যাত সিলেটে সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলংকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ উপলক্ষে রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন লাক্কাতুড়া চা বাগানে উন্মোচন করা হয় সিরিজের ট্রফি।

দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত ট্রফি উন্মোচনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শ্রীলংকার পক্ষে হাসারাঙ্গা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে রোববার সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, দলে এমন খেলোয়াড় আছে যারা একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। আলাদাভাবে চিন্তা করছি না, আমি ক্যাপ্টেন আমাকে অনেক কিছু করতে হবে। দলের সবাইকে যার যার কাজটা ঠিকভাবে করতে হবে। তাহলে আমার জন্য সহজ হবে। এখানে যারা আছে সবাই ভালো অবস্থানে আছে, আশা করি সবাই ভালো করবে এই সিরিজে।

তিনি আরও বলেন, আমাদের টিমে যে ৫-৬টা বোলার আছে, সবাই অভিজ্ঞ ও দক্ষ। আমার মনে হয় তারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম