গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের পিরুজালী এলাকায় তিনটি তুলার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার পিরুজালী ল্যাংড়া মার্কেট এলাকার গোখাদ্যের তুলার দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর রাত ৪টা ৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, পিরুজালী উত্তরপাড়া এলাকার ল্যাংড়া মার্কেটের ফয়সাল, জাকির, সিদ্দিকের (গোখাদ্য) তুলার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ সময় আগুনে তিনটি দোকান পুড়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, শনিবার মধ্যরাতে গাজীপুরের সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ল্যাংড়া মার্কেট এলাকায় তিনটি তুলার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ২টা ২০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোররাত ৪টা ৭ মিনিটে নিয়ন্ত্রণে আসে।