'সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতেই যুগান্তরের জন্ম'
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০২:২৯ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখতে ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাঠকনন্দিত দৈনিক যুগান্তর পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন।
বৃহস্পতিবার বিকালে বানারীপাড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত পঁচিশ বছরে যুগান্তর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় পৌর মেয়র ও বরিশাল জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল এ কথা বলেন।
দৈনিক যুগান্তর পত্রিকার বানারীপাড়া উপজেলা প্রতিনিধি এসএম গোলাম মাহমুদ রিপনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মুক্ত চেতনার কবি ও লেখক মো. রুহুল আমিন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আনিচুর রহমান মিলন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কেএম শফিকুল আলম জুয়েল, জেলা পরিষদ সদস্য শিউলী রহমান পুতুল, বাইশারী বজলুল হক কলেজের অধ্যাপক ও স্বজন সদস্য মো. জাকির হোসেন, উপজেলা শ্রমিক লীগ আহ্বায়ক মো. শাজাহান, সদস্য সচিব মো. আবুল কালাম, সাংবাদিক জাকির হোসেন, মোগল সুমন সাফকাত শুভ, মো. সাব্বির হোসেন, যুগান্তর স্বজন মো. ইউসুফ হোসেন, মো. দুলাল হোসেন, শ্যামল শিকদার, মো. ফিরোজ হাওলাদার প্রমুখ।
পরে কেক কেটে দৈনিক যুগান্তর পত্রিকার পঁচিশ বছরে পদার্পণ উদযাপন করা হয়। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।