Logo
Logo
×

সারাদেশ

কুড়াল দিয়ে শ্যালককে হত্যা

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০৮:৪৪ এএম

কুড়াল দিয়ে শ্যালককে হত্যা

বান্দরবানে কুড়াল দিয়ে শৈক্যপ্রু মারমা (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার বোনজামাইয়ের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে।
 
নিহতের শৈক্যপ্রু মারমা সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তুংক্ষ্যংপাড়ার বাসিন্দা ক্যউচিং মারমার ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, বান্দরবান সদর উপজেলার  কুহালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তুংক্ষ্যংপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে গাছ কাটার কুড়াল দিয়ে বোনজামাই শ্যালকের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় হত্যাকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মংনুং মারমা (৪৬) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ধোপাছড়ি ত্রিপুরাপাড়ার মৃত ক্যইসুইপ্রু মারমার ছেলে। 

কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মারমা জানান, নিহতের বোনজামাই বেকার উচ্ছৃঙ্খল জীবনযাপন করে। বিষয়টি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। বোনজামাই তার পরিবারের সম্পূর্ণ খরচ বহনের জন্য শ্যালককে চাপ প্রয়োগ করে। এ নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি থেকেই এ হত্যাকাণ্ডা ঘটেছে। 

বান্দরবান সদর থানার ওসি আবদুল জলিল জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মংনুং মারমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম