Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে তিতাসের অভিযানে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৮ পিএম

সোনারগাঁয়ে তিতাসের অভিযানে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিতাস গ্যাস কর্তৃপক্ষ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুই ইউনিয়নে অভিযান চালিয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী রিয়াজুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী শাহিনসহ অনেকে। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ পুলিশ লাইনের বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার তামশিদ ইরাম খান ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ এ অভিযানের নেতৃত্ব দেন। এতে ৪০ জন শ্রমিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে অংশ নেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় প্রায় দুই কিলোমিটার পাইপ ও দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। খুলে নেওয়া হয়েছে অবৈধ রাইজার ও নিম্নমানের বিভিন্ন ফিটিংস পাইপ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম