Logo
Logo
×

সারাদেশ

বাবার মৃত্যু, পরীক্ষা কেন্দ্রে বারবার জ্ঞান হারাল মেয়ে

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৪ পিএম

বাবার মৃত্যু, পরীক্ষা কেন্দ্রে বারবার জ্ঞান হারাল মেয়ে

বাবার মৃত্যু শোক নিয়ে এসএসসি পরীক্ষা দিতে গিয়েছিল সুরাইয়া খাতুন। পাবনার ঈশ্বরদীতে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিতে গিয়ে বারবার জ্ঞান হারিয়েছে সুরাইয়া খাতুন। বুধবার ঈশ্বরদী উপজেলার গড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

সুরাইয়া খাতুনের বাবা ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারের তেল ব্যবসায়ী সিদ্দিকুর রহমান মালিথা (৫৭)। তিনি গড়গড়ি গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে তিনি মারা যান। তার জানাজা বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।

সিদ্দিকুর রহমানের মেয়ে সুরাইয়া খাতুন এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বুধবার তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ছিল। পরীক্ষায় অংশ নিতে সকালে বাবার মরদেহ বাড়িতে রেখে বাঁশেরবাদা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয় সে।

কেন্দ্র সচিব ও বাঁশেরবাদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম জানান, বাবার মরদেহ বাড়িতে রেখে কেন্দ্রে এসে পরীক্ষা দেওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। মেয়েটি পরীক্ষা কেন্দ্রে এসে বারবার জ্ঞান হারিয়ে ফেলছিল। আমরা যথাসম্ভব তাকে মানসিক শক্তি জুগিয়ে ঠিকমতো পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম