Logo
Logo
×

সারাদেশ

কেমন সিটি চাই- ময়মনসিংহে মতবিনিময় সভা

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩০ পিএম

কেমন সিটি চাই- ময়মনসিংহে মতবিনিময় সভা

আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচন কেমন চাই, নাগরিক সুবিধা কেমন চাই, কেমন সিটি চাই- এসব নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সার্কিট হাউস এলাকায় একটি রেস্টুরেন্টে স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্পের আওতায় আয়োজিত জেলা নাগরিক প্লাটফর্মের সভায় এসব বিষয়ে নাগরিকদের নানা মতামত তুলে ধরা হয়।

নাগরিক প্লাটফর্মের আহবায়ক রকিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়।

বক্তব্য রাখেন- সাবেক সিভিল সার্জন আব্দুস ছামাদ, আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর ইমন সরকার, প্রজেক্ট কো-অর্ডিনেটর মনোয়ারুল ইসলাম সেলিম, অন্যচিত্র উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, প্রকল্পের ফিল্ড অফিসার আফরোজা আক্তার কনা, নারী নেত্রী মনিরা সুলতানা অনু, সেলিমা বেগম, আনিছুর রহমান, নাজিম উদ্দিন, বাদল চক্রবর্তী, নারী উদ্যোক্তা আইনুন্নাহার প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম