Logo
Logo
×

সারাদেশ

জমি লিখে না দেওয়ায় স্ত্রীর মাথা ন্যাড়া

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০ পিএম

জমি লিখে না দেওয়ায় স্ত্রীর মাথা ন্যাড়া

বাগাতিপাড়ায় জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে মাথার চুল কেটে ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মসের সরকারকে আটক করেছে পুলিশ।

সোমবার উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়িয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, পৈতৃক সূত্রে ওই নারী এক টুকরা জমি পেয়েছেন। ওই জমি তার স্বামীর নিজের নামে লিখে দিতে বারবার চাপ প্রয়োগ করে আসছিল। সোমবার আবারও চাপ প্রয়োগ শুরু করে। কিন্তু তাতে স্ত্রী রাজি না হওয়ায় তার স্বামী তাকে ঘরে নিয়ে ওড়না দিয়ে দুই হাত বেঁধে পেটায়। এ সময় চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করলে মুখ চেপে ধরে রাখে।

একপর্যায়ে তারা মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। পরে আত্মীয়স্বজন খবর পেয়ে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে এ ঘটনায় পুলিশ বাড়ি থেকে স্বামীকে আটক করে থানায় নেয়। থানার পরির্দশক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম