‘সাভারে এসআই’র বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ’ শিরোনামে শনিবার যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকার সাভার মডেল থানার উপপরিদর্শক আল-মামুন কবির।
প্রকাশিত সংবাদটি বানোয়াট দাবি করে প্রতিবাদপত্রে তিনি বলেছেন, ২১ ফেব্রুয়ারি রাতে গ্রেফতার কলমা এলাকার বাসিন্দা জিহাদ হাসান শান্তর (২৬) কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ সত্য নয়। শান্ত হত্যা মামলাসহ সাভারের শীর্ষ ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের একজন এজাহারভুক্ত আসামি।
এছাড়া চাঁপাইন এলাকার সজল নামের এক শ্রমিককে আটক করে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।