চট্টগ্রাম চিড়িয়াখানা
তিন শাবকের বাবা হলেন জো বাইডেন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৮ পিএম
চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ জো বাইডেন ও বাঘিনী জয়ার ঘরে তিন শাবকের জন্ম হয়েছে। মানুষের কাছে লালিতপালিত হয়ে বাঘ জো বাইডেনের পুনরায় বাঘ পরিবারে ফিরে বংশবিস্তার করা একটি বিরল ঘটনা। শুক্রবার সন্ধ্যায় শাবকগুলোর জন্ম হলেও শনিবার চিড়িয়াখানার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে শাবকগুলোর লিঙ্গ নির্ধারণ করা যায়নি। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা ১৭টিতে দাঁড়াল।
চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর শাহাদাত হোসেন শুভ জানান, ২০১৮ সালের জুলাইয়ে বাঘিনী জয়ার জন্ম। আর বাঘ জো বাইডেনের জন্ম ২০২০-এ। জো বাইডেন জন্মের পরপরই তার মা থেকে আলাদা হয়ে গেলে চট্টগ্রাম চিড়িয়াখানার ব্যবস্থাপনায় বেড়ে উঠতে থাকে। এক বছর পর বিশেষ প্রক্রিয়ায় খাঁচায় অন্যান্য বাঘ পরিবারের সঙ্গে বাইডেনকে রাখা হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই প্রথমবারের মতো সে নিজের পরিবার তৈরি করল। মানুষের কাছে লালিতপালিত হয়ে পুনরায় বাঘ পরিবারে ফিরে বংশবিস্তার করা একটি বিরল ঘটনা। যার সম্পূর্ণ কৃতিত্ব বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের সময় বাঘ বাইডেনের জন্ম। তাই জলবায়ু চুক্তিতে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরকে স্মরণীয় করে রাখতে তার নাম জো বাইডেন রাখা হয়।