Logo
Logo
×

সারাদেশ

মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা

গভর্নিং বডি নির্বাচনে আট প্রার্থীর ৫ জনের বর্জনের ঘোষণা

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৭ এএম

গভর্নিং বডি নির্বাচনে আট প্রার্থীর ৫ জনের বর্জনের ঘোষণা

মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচনের আগের দিন প্রতিদ্বন্দ্বী ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জনই অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন।

শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিধিবহির্ভূত ভোটার তালিকা প্রণয়ন ও ঠিকানাবিহীন ভোটার বানিয়ে নির্বাচনের অভিযোগ এনে প্রার্থীরা নির্বাচন বর্জন ও পুনরায় তফশিল ঘোষণার দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিভাবক প্রার্থী শামসুল হক। জানা যায়, ২৪ জানুয়ারি অধ্যক্ষ আতিকুর রহমান অভিভাবক সদস্য পদে নির্বাচনি তফশিল ঘোষণা করেন। এতে ৯ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেন। কিন্তু অধ্যক্ষ নিয়মবহির্ভূতভাবে ভোটার তালিকা প্রণয়ন করেন। এ ব্যাপারে অধ্যক্ষ আতিকুর রহমান বলেন, নিয়ম মেনেই ভোটার তালিকা করা হয়েছে। ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জন এক হয়ে নির্বাচন বন্ধের জন্য আদালতে গিয়েছিলেন। আদালত থেকে বৃহস্পতিবার তাদের অভিযোগ আমলে নেয়নি। এখন বিধি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম