বাস প্রতীকে লড়বেন বাহারকন্যা ডা. সূচনা
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ পিএম
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টায় চার প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এতে স্থানীয় প্রভাবশালী সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের মেয়ে ডা. তাহসিন বাহার সূচনা পেয়েছেন বাস প্রতীক। এ ছাড়া নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি এবং নুর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন হাতি মার্কা।
প্রতীক পাওয়ার পর পরই প্রার্থীরা নগরীতে শোডাউন করেন। নিজ নিজ প্রতীকের পক্ষে কর্মী-সমর্থকরা স্লোগানে স্লোগানে মুখরিত করেন নগরীর অলিগলি।
জানা গেছে, আগামী ৯ মার্চ কুসিকের মেয়র পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা এবং মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুর উর রহমান মাহমুদ তানিম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।