স্ত্রীর পরকীয়ার জের
তানোরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০২ এএম
তানোরে স্ত্রীর পরকীয়ার জেরে জিয়ারুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ চত্বরে শহিদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে এ হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় তালন্দ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানের স্ত্রী সুমি খাতুনসহ ৩ জনকে পুলিশ আটক করেছে। তবে, ঘটনার পর থেকে হাসান মেম্বার গাঢাকা দিয়েছেন।
জিয়ারুল উপজেলার তালন্দ ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মৃত মহর আলীর ছেলে।
জানা গেছে, উপজেলার তালন্দ ইউপির বিলশহর গ্রামের সুমি খাতুনকে বেশ কয়েক বছর আগে দ্বিতীয় বিয়ে করেন হাসান মেম্বার। এরআগে থেকেই সুমি খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জিয়ারুল ইসলামের। বিষয়টি হাসান মেম্বার বুঝতে পেরে সতর্ক করে। পরে ডিপের অপারেটর নিয়োগ নিয়ে উভয়ের মধ্যে শত্রুতা বেড়ে যায়। নির্বাচনের পরে হাসান মেম্বারের সার বিষের দোকানে আগুন দেয় কে-বা কারা। এ নিয়ে মামলাও করে হাসান মেম্বার। পরে দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জেরে মঙ্গলবার জিয়াউলকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
ওসি আব্দুর রহিম বলেন, জিয়ারুল হত্যায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে।