শহিদ মিনারে দোহার ও নবাবগঞ্জে জাতীয় পার্টির শ্রদ্ধা নিবেদন
দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৫ পিএম
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দোহার ও নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টি পৃথকভাবে নিজ নিজ উপজেলা শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে। পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলামের পক্ষে বুধবার সকালে দোহার ও নবাবগঞ্জ জাতীয় পার্টির নেতাকর্মীরা পৃথক এ শ্রদ্ধা জানান।
এর আগে দোহার থানা মোড় থেকে ও নবাবগঞ্জ ভূমি অফিস থেকে জাতীয় পার্টি পৃথক দুটি র্যালি বের করে। র্যালি দুটি সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা শহিদ মিনারে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা জাতীয় পার্টির সভাপতি হায়দার আলী বেপারী, সাধারণ সম্পাদক জানে আলম মেম্বার, দোহার পৌর জাতীয় পার্টির আহবায়ক জাকির হোসেন, কুসুমহাটি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মহি মাতবর, সাধারণ সম্পাদক মিল্লাত হোসেন, রাইপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিলন, বিলাসপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জিন্নাত আলী, সুতারপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নান, নয়াবাড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, সহসাংগঠনিক সম্পাদক মো. রিপন, নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মজিদ, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক শাহিদুল হক খান ডাবলু, উপদেষ্টা টিপু মিয়া, সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী রানা ও সেলিম শিকদার, প্রচার সম্পাদক মান্নান মাস্টার, বাহ্রা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপদেষ্টা কফিল উদ্দিন দেওয়ান, বক্সনগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আক্তার মেম্বার, সহ-সভাপতি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, গালিমপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাহেজ বেপারী, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, জাতীয় পার্টির নেতা সাহেদ ভূঁইয়া, সহ-সভাপতি ইউনুছ, আগলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. মহসিন, সাধারণ সম্পাদক ফরিদ মেম্বার, কৈলাইল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আয়নুল চৌধুরী, শোল্লা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মতিন মেম্বার, সাধারণ সম্পাদক মুন্নু মিয়া, যন্ত্রাইল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক নকুল সরকার, সাংগঠনিক সম্পাদক নারায়ণ, বারুয়াখালী জাতীয় পার্টির সভাপতি আতাহার মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জয়কৃষ্ণপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক মালেক মোল্লা, বান্দুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি অমল দাস, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কলাকোপা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি কেরামত মাতব্বর, সাধারণ সম্পাদক আরশাদ আলী, জাতীয় পার্টি নেতা তসলিম, মন্টু আব্দুল, মহিউদ্দিন, নবাবগঞ্জ উপজেলা যুব সংহতি নেতা শাহাদাত হোসেন, রুবেল, আজহার, নাসির উদ্দিন, ইয়াসিন, শফিক, কৃষ্ণ সাহা, মহিলা জাতীয় পার্টি নেত্রী রিনা আক্তার, সেলিনা প্রমুখ।