Logo
Logo
×

সারাদেশ

শান্তিগঞ্জে বাঁধের কাজ শেষ হওয়ার আগেই ধস

Icon

সিলেট ব্যুরো ও শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৯ পিএম

শান্তিগঞ্জে বাঁধের কাজ শেষ হওয়ার আগেই ধস

সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেখার হাওড়ের ছাইয়া কিত্তা ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার আগেই ধসের সৃষ্টি হয়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন হাওড়পাড়ের কৃষকরা। পিআইসি কমিটির লোকজন ধস ঠেকাতে দিন-রাত কাজ করছেন।

জানা যায়, প্রকল্প এলাকার উত্তর পাশে ছাইয়া কিত্তা নামক জায়গায় দুবছর আগে বর্ষা মৌসুমে কিছু অসাধু ব্যবসায়ী রাতের আঁধারে মহাসিং নদী ও বাঁধের পশ্চিমে বালু ও মাটি উত্তোলন করে। এতে বাঁধের দুপাশে প্রায় ২৭ ফুট গভীর দুটি ডোবার সৃষ্টি হয়। মাটি ভরাটের শেষ পর্যায়ে ৭-৮ দিন ধরে বাঁধের দুপাশে ভাঙন শুরু হয়েছে। এতে বাঁধের মাটি দুপাশের গভীর ডোবায় ধসে পড়ছে। হুমকির মুখে পড়েছে বাঁধটি।

সরেজমিন মঙ্গলবার সকালে দেখা যায়, বাঁধের দুপাশে জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করা হচ্ছে। বাঁধের ফাটল অংশে আলাদাভাবে মাটি ফেলে সংস্কারের কাজ চলছে। কিন্তু দুপাশের গভীর ডোবার কারণে মাটি ধরে রাখা যাচ্ছে না।

আস্তমা গ্রামের কৃষক ও পিআইসি কমিটির সভাপতি আজিমুল হক জানান, এখন ভাঙন রোধে আরও অর্থ বরাদ্দ দিয়ে দুটি ডোবা ভরাট করা প্রয়োজন। নইলে বাঁধ রক্ষা করা যাবে না। আমি উপজেলায় লিখিতভাবে জানিয়েছি।

উপজেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন খান বলেন, বাঁধটি পরিদর্শন করেছি। ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে কাজ করছি। উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা জানান, পানি উন্নয়ন বোর্ডের উচ্চতর টিমের সাহায্য নিয়ে বাঁধের ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম