Logo
Logo
×

সারাদেশ

কুমারখালীতে গৃহবধূকে বিষ প্রয়োগে হত্যা 

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি 

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪০ পিএম

কুমারখালীতে গৃহবধূকে বিষ প্রয়োগে হত্যা 

কুষ্টিয়ার কুমারখালীতে গৃহবধূকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ময়নাতদন্তের পর লাশ দাফন করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান। নিহত শারমিন (২৫) শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি গ্রামের আব্দুর রশিদের পালিত কন্যা (বোনের মেয়ে)। তার মৃত্যুর খবরে স্বামীর বাড়ির সবাই পলাতক রয়েছেন।

আব্দুর রশিদ জানান, ছয় বছর আগে মোটরসাইকেল ও আসবাবপত্র যৌতুক দিয়ে কয়া ইউনিয়নের স্কুলপাড়ার বাবুল হোসেনের ছেলে রাব্বির সঙ্গে শারমিনের বিয়ে দেন। তার ভাগনির দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে রাব্বি যৌতুকের দাবিতে শারমিনকে মারধর করতেন। একপর্যায়ে শারমিন টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে দুমাস আগে রাব্বি দ্বিতীয় বিয়ে করেন এবং এ মাসের ১৪ তারিখে বাড়িতে নিয়ে আসেন। ১৬ তারিখে ফোনে রাব্বি তাকে জানান, শারমিন অসুস্থ। তিনি সেখানে গিয়ে অবস্থা আশঙ্কাজনক দেখে শারমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান। শারমিনকে রাব্বি ও তার পরিবারের লোকজন বিষ প্রয়োগে হত্যা করেছেন বলে দাবি করেন আব্দুর রশিদ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম