Logo
Logo
×

সারাদেশ

রংপুরের প্রত্যন্ত অঞ্চলে পপি চাষ!

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৪ পিএম

রংপুরের প্রত্যন্ত অঞ্চলে পপি চাষ!

সর্বনাশা মাদক আফিম ও হেরোইন তৈরির কাঁচামাল পপির চাষ হচ্ছে রংপুরের প্রত্যন্ত অঞ্চলে। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পপি গাছ উদ্ধার এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন। 

তিনি জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে রংপুরের মিঠাপুকুর উপজেলা বড়বালা ইউনিয়নের পশ্চিম বড়বালা ও ছড়ান এই দুই প্রত্যন্ত এলাকায় গোপনে আফিম তৈরির কাঁচামাল পপির চাষ করার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে ১ হাজার ১৫টি পপি গাছ ফলসহ কেটে তা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত মাদক চাষি ও মাদক কারবারি আব্দুল ওয়াহেদ এবং নুর আলমকে গ্রেফতার করা হয়েছে। 

মাদক অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক আরও জানান, মূলত পপি গাছ চাষ করার পর এক ধরনের ফল উৎপন্ন হয়। সেটা কেটে যে আঁঠালো রস বের হয় তা দিয়েই আফিম তৈরি করা হয়। সেই সঙ্গে আবার আফিম দিয়ে সর্বনাশা হেরোইন উৎপাদন হয়। এই সর্বনাশা মাদক সারা বিশ্বে নিষিদ্ধ।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম