Logo
Logo
×

সারাদেশ

মনিরামপুরে মটরশুঁটি খেতে বিষ দিয়ে ৪০০ কবুতর হত্যার অভিযোগ

Icon

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৬ পিএম

মনিরামপুরে মটরশুঁটি খেতে বিষ দিয়ে ৪০০ কবুতর হত্যার অভিযোগ

মটরশুঁটি খেতে বিষ প্রয়োগে ৪০০ কবুতর মারা গেলেও বিন্দুমাত্র আফসোস নেই খেত মালিক সাজ্জাত হোসেনের। বরং মালিকের সাফ কথা টাকা-পয়সা খরচ করে লাভের আশায় চাষকৃত মটরশুঁটি কবুতর খেয়ে ফেলায় বিষ প্রয়োগ করেছি। এতে কবুতর মারা গেলে তার কিছু করার নেই। সাজ্জাত হোসেন যশোরের মনিরামপুর উপজেলার তাজপুর গ্রামের এরশাদ আলীর ছেলে।

মটরশুঁটি খেতে বিষ প্রয়োগে গত দুদিনে অন্তত ৪০০ কবুতর মারা গেছে। উপজেলার তাজপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুক্তারপুর তালসারি তেঁতুলতলা মাঠে দুই বিঘা জমিতে মটরশুঁটির চাষ করেন সাজ্জাত। তিন দিন আগে খেতে বিষ প্রয়োগ করেন তিনি। এতে গত দুই দিনে বিষাক্ত মটরশুঁটি খেয়ে অন্তত ৪০০ কবুতর মারা গেছে।

তাজপুর গ্রামের বিল্লাল হোসেন, তোরাফ আলী, আজিজুর রহমান, ফজলুর রহমানসহ ক্ষতিগ্রস্ত কবুতর মালিকরা জানান, গ্রামের অনেক মানুষের পোষা কবুতর এভাবে মারা হয়েছে। তারা এ ন্যক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে খেত মালিক সাজ্জাত হোসেন বিষ প্রয়োগে কবুতর মারার ঘটনা অকপটে স্বীকার করে বলেন, ‘লাভের আশায় মটরশুঁটি লাগিয়েছি। কবুতর এভাবে খেয়ে ফেললে তিনি কি চুপচাপ বসে থাকবেন? তাই বিষ প্রয়োগ করেছি’।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম