Logo
Logo
×

সারাদেশ

দুধকুমার নদে ধরা পড়ল ৩২ কেজির বাগাড়

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৪ এএম

দুধকুমার নদে ধরা পড়ল ৩২ কেজির বাগাড়

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বাগাড় মাছ। পরে মাছটি ৪০ হাজার টাকায় কিনে নেন সদর উপজেলার মাছ ব্যবসায়ী অনন্ত বিশ্বাস। 

শনিবার সন্ধ্যায় মাছটি কেটে খুচরা বিক্রি করেন ওই মাছ ব্যবসায়ী।

মাছ ব্যবসায়ী অনন্ত বিশ্বাস বলেন, বাগাড় মাছটি ৪০ হাজার টাকায় কিনে নিই। আশা করছি কেজিপ্রতি ১৩০০ থেকে ১৩৫০ টাকা দরে বিক্রি করতে পারব। এতে আমার ২-৩ হাজার টাকা লাভ হবে।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. মোক্তাদির খান বলেন, জেলার বিভিন্ন নদনদীতে মাঝে মাঝে বড় ধরনের মাছ ধরার খবর আসে। এসব মাছ বিলুপ্ত প্রজাতির। পরিবেশ আইনে বাগাড় মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ। মাছ বিক্রি হওয়ার পর আমরা অবহিত হই। তাই আইনগতভাবে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না। আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম