Logo
Logo
×

সারাদেশ

টনসিল অপারেশন করাতে গিয়ে লাশ হয়ে ফিরল মুক্তা

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৩ পিএম

টনসিল অপারেশন করাতে গিয়ে লাশ হয়ে ফিরল মুক্তা

টনসিল অপারেশন করাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন চাঁদপুরের ফরিদগঞ্জের গৃহবধূ কুলসুমা আক্তার মুক্তা। অ্যানেস্থিসিয়ার কারণে হার্ট ব্লক হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ওই নারীর বাড়ি ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম রূপসা এলাকায়। তার দেড় বছরের একটি শিশু সন্তান রয়েছে। স্বামী থাকেন বিদেশে।

জানা যায়, শুক্রবার বিকেলে গলাব্যথা নিয়ে উপজেলা সদরের লাইফ জেনারেল হাসপাতালে ভর্তি হন রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের মেম্বার বাড়ির প্রবাসী আল-আমিনের স্ত্রী কুলসুমা আক্তার মুক্তা (২২)। ভর্তি হওয়ার পরপরই চিকিৎসকরা মুক্তাকে অপারেশনের সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী রাত আনুমানিক ৮টায় দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয় তাকে। ১ ঘণ্টা পর মুক্তার শাশুড়ি আলেয়া বেগমকে জানানো হয়, তার পুত্রবধূ অসুস্থ, তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসক রেফার করেছেন। আলেয়া বেগম উপায় না পেয়ে মুক্তাকে অ্যাম্বুলেন্সে চাঁদপুর সদর হাসপাতালে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলেয়া বেগম সাংবাদিকদের বলেন, আমার ছেলের স্ত্রীকে গলায় টনসিল ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছি এলাকার দালাল কামালের মাধ্যমে। রাত ৮টায় অপারেশন থিয়েটারে নেওয়ার পর ডাক্তার বলেন, ১৫-২০ মিনিট সময় লাগবে। তবে ১ ঘণ্টা পর ৯টার দিকে আমাকে ডেকে বলেন, আপনার ছেলের স্ত্রীর জ্ঞান ফিরছে না। তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যেতে হবে। পরে তড়িঘড়ি করে আমার ছেলের বউকে সদর হাসপাতালে পাঠানো হয়।

দেলোয়ার হোসেন নামে স্থানীয় একজন জানান, সুস্থ সবল মানুষ লাইফ জেনারেল হাসপাতালে টনসিল অপারেশন করতে গিয়ে লাশ হয়ে ফিরেছে। 

ঘটনার বিষয়ে জানতে অ্যানেস্থেসিয়া দেওয়া ডা. শাহ আলম রিপনকে একাধিকবার মোবাইল ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানতে চাইলে লাইফ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. পরেশ চন্দ্র পাল বলেন, হাসপাতালে রোগীর অজ্ঞান করার জন্য ডা. শাহ আলম রিপনকে নিয়ে আসা হয়। অজ্ঞান করার তিনটি ইনজেকশনের মধ্যে দুটি দেওয়া হয়েছে। এই ইনজেকশন তার শরীরে সাপোর্ট করেনি, তাই তার হার্ট ব্লক হয়ে গেছে। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম