নাতনির সামনে বাস চাপায় দাদির মৃত্যু
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২২ পিএম
টঙ্গীতে বাস চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাস চালকের সহকারী লোকমানকে (৪৫) আটক করেছে পুলিশ।
মৃত ওই নারীর নাম ফরিদা ইয়াসমিন (৬৫)। তিনি টঙ্গীর ভরান এলাকার আবদুল ওহাব মোল্লার স্ত্রী।
থানার উপপরিদর্শক (এসআই) আরফান আলী নিহতের লাশ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
পুলিশ জানায়, দুপুরে তামিরুল মিল্লাত মাদ্রাসা ছুটি শেষে নাতনি আশরাকে (৫) নিয়ে টঙ্গীর ভরান এলাকার বাসায় ফিরতে গাজীপুরা বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় করছিলেন তারা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি লেনে (পূর্ব পাশে) শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা পরিবহণ নামক একটি বাস ফরিদাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে আশরা আহত হয়নি। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ টঙ্গীর চোরাগ আলী এলাকা থেকে বাসটি জব্দ করে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে পরিবারের স্বজনদের লিখিত আবেদনের প্রক্ষিতে লাশটি হস্তান্তর করা হয়েছে।