Logo
Logo
×

সারাদেশ

দুর্বৃত্তদের বিষে স্বপ্ন ভেঙে গেল মৎস্যচাষির

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৬ পিএম

দুর্বৃত্তদের বিষে স্বপ্ন ভেঙে গেল মৎস্যচাষির

ঈশ্বরগঞ্জে দুর্বৃত্তদের বিষে স্বপ্ন ভেঙে গেল দুই মৎস্যচাষির। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিহাটি গ্রামে দুটি পুকুরে দুর্বৃত্তদের দেওয়া বিষে প্রায় ২০০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে।

জানা যায়, মালিহাটি গ্রামের মৃত সতেন্দ্র দাসের ছেলে স্বপন দাসের দুটি পুকুর রয়েছে। একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে নাসির উদ্দীন যৌথভাবে মাছ চাষ করে আসছেন। প্রায় আট মাস আগে দুটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ ছাড়েন তারা। আগামী সপ্তাহে এ মাছগুলো বিক্রির কথা ছিল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার মধ্যরাতে পুকুর থেকে বাড়িতে চলে যান নাসির। পরদিন সকালে পুকুর পাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখেন তিনি। পুকুরগুলোতে পাবদা, শিং, কার্ফু, কাতল, রুই ও সিলভার কার্পসহ দেশীয় বিভিন্ন প্রজাতির প্রায় ২০০ মণ মাছ মারা গেছে বলে দাবি নাসিরের। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।

নাসির উদ্দীন বলেন, ‘লাখ লাখ টাকা ধারদেনা করে মাছের খাবার দিয়েছি। এখনো খাদ্যের দোকানে প্রায় পাঁচ লাখ টাকা বাকি রয়েছে; যা মাছ বিক্রি করে দেওয়ার কথা ছিল। আমার এমন সর্বনাশ কারা করল, কেন করল? আমি তো কারো ক্ষতি করিনি। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল হক ঝন্টু বলেন, ‘মানুষের মধ্যে শত্রুতা দেখেছি। কিন্তু মাছের সঙ্গে এ কেমন শত্রুতা! জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম