Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপুরে টিউবওয়েল থেকে পানির সঙ্গে বেরুচ্ছে গ্যাস

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৫ পিএম

দুর্গাপুরে টিউবওয়েল থেকে পানির সঙ্গে বেরুচ্ছে গ্যাস

দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে থাকা পরিত্যক্ত টিউবওয়েল থেকে কোনোপ্রকার চাপ ছাড়াই পানির সঙ্গে বেরুচ্ছে গ্যাস। বৃহস্পতিবার বিকাল থেকে এ খবরে ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। 

সরেজমিন দেখা গেছে, টিউবওয়েল থেকে গ্যাস বের হওয়ার খবর পেয়ে ওই গ্রামে সিরাজুল ইসলামের বাড়িতে ছুটে যান এলাকার অনেকেই। বিষয়টি দেখে সবাই হতবাক হয়েছেন। এলাকাবাসী বিষয়টি একনজর দেখতে শুক্রবার সকাল থেকে সেই বাড়িতে ভিড় করছেন।

সিরাজুল ইসলামের স্ত্রী রমিজা খাতুন জানান, তাদের বসত ঘরের পেছনের একটি টিউবওয়েল প্রায় ১০ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রতিদিনের মতো শুক্রবার সকালে তিনি নিজ বসতঘরে অবস্থান করছিলেন। এরই মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ পানির বিকট শব্দ শুনে ঘর থেকে বের হন তিনি। ঘরের পেছনে গিয়ে দেখেন চাপ ছাড়াই নষ্ট টিউবওয়েল থেকে অনবরত পানি বেরুচ্ছে। ভয় পেয়ে দুপুরের দিকে ৯৯৯ নম্বরে কল দিলে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন জ্বালালে তারা নিশ্চিত হন এটি গ্যাস। মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়ে এবং সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মুহাম্মদ আলী বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে লাল নিশানা লাগিয়ে এসেছি। পাশাপাশি বাড়ির লোকজনদের সতর্ক করে আসি যেন কেউ এটির আশপাশে আগুন না নিয়ে আসেন। আমরা এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ইউএনও এম রকিবুল হাসান বলেন, আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা বাড়ির লোকজনকে সতর্ক করে এসেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে তথ্য পাঠানো হয়েছে। তথ্য মোতাবেক পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম