Logo
Logo
×

সারাদেশ

ষাটগম্বুজ মসজিদের ইমাম হেলাল উদ্দিন আর নেই

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৮ পিএম

ষাটগম্বুজ মসজিদের ইমাম হেলাল উদ্দিন আর নেই

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতুব্বর (৫৫) আর নেই। বৃহস্পতিবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতুব্বর ১৯৯৪ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে ষাটগম্বুজ মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন। মরহুমের গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায়। তিনি ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন সুন্দরঘোনা গ্রামে ঘোড়াদীঘির পূর্বপাড়ে বাড়ি করে বসবাস করে আসছেন।

মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতুব্বরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জাদুঘরের কাস্টডিয়ান মো. জায়েদ বলেন, রাত ৯টায় ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন সুন্দরঘোনা গ্রামে ঘোড়াদীঘির পূর্বপাড়ে নিজ বাড়িতে তাকে সমাহিত করা হয়।

তিনি আরও বলেন, দুপুরের আগমুহূর্তে ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়াদীঘির পূর্বপাড়ে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ইমাম হেলাল উদ্দিন। পরে চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়। কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ, নিষ্ঠাবান ও মিষ্টভাষী হিসেবে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম