Logo
Logo
×

সারাদেশ

বকেয়া বেতনের দাবিতে সাভারে পোশাক শ্রমিকদের অবস্থান

Icon

যুগান্তর প্রতিবেদন, সাভার

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৫ পিএম

বকেয়া বেতনের দাবিতে সাভারে পোশাক শ্রমিকদের অবস্থান

সাভারে বকেয়া পাওনা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। 

সোমবার সকাল থেকে সাভারের উলাইল বাসস্ট্যান্ডে অবস্থিত আনলিমা টেক্সটাইল লিমিটেড কারখানার আনুমানিক ৪০ জন শ্রমিক অবস্থান কর্মসূচি পালন করেন। 

শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের আইনগত বকেয়া পাওনাদি পরিশোধ না করে টালবাহানা করছেন। এছাড়া কর্তৃপক্ষ জোর করে অব্যাহতিপত্রে স্বাক্ষর নিয়ে শ্রমিকদের বকেয়া না দিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করছেন। তাই পাওনাদি পরিশোধের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

ভুক্তভোগী এক শ্রমিক বলেন, আমাদের হঠাৎ করেই কর্তৃপক্ষ ছাঁটাই করেছেন; কিন্তু কারখানার কর্তৃপক্ষ আইন মেনে পাওনাদি পরিশোধ করেননি।

আমরা কারখানার গেটের সামনে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কেউ যোগাযোগ করেননি। বরং আমাদের গালিগালাজ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

এ ব্যাপারে রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম হোসাইন জানান, কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনাদি পরিশোধ না করে অন্যায়ভাবে শ্রমিকদের ছাঁটাই করেছেন। অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা রাসেল প্রামাণিক, জান্নাতুল ফেরদৌসী আঁখি, এমদাদুল ইসলাম এমাদ, রতন হোসেন মোতালেব, আলী আকবর খান রমজান, নজরুল ইসলাম, দীপা আক্তারসহ ছাঁটাইকৃত শ্রমিকরা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম