সন্তানকে রেখে বাসায় তালা মেরে বাবা-মা কর্মস্থলে, অতঃপর...
যুগান্তর প্রতিবেদন, সাভার
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৭ পিএম
জীবিকার তাগিদে স্বামী-স্ত্রী দুজনেই সকালে বাসা ছেড়ে চলে যান কর্মস্থলে। এ সময় তাদের চার বছরের শিশু সাকিবকে রেখে যান ঘরে তালাবদ্ধ করে। যেন হারিয়ে না যায় সে। নিয়তির কী নির্মম পরিহাস, রোববার দুপুরে ওই কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে চিরতরে হারিয়ে যায় সাকিব।
দুপুরে সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকায় শামসুন্নাহারের মালিকানাধীন টিনশেড বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির চারটি কক্ষ এবং ভেতরে থাকা মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তালাবদ্ধ শিশু সাকিব আগুনে পুড়ে অঙ্গার। ক্ষতবিক্ষত শিশুটির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
সাকিব পানধোয়া এলাকার দিনমজুর নিজাম উদ্দিনের ছেলে। তারা ওই এলাকার স্থানীয় বাসিন্দা হলেও তাদের নিজস্ব বাড়ি না থাকায় স্থানীয় শামসুন্নাহারের বাসায় ভাড়া থাকত।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সাকিবের বাবা দিনমজুর ও মা মানুষের বাসায় কাজ করেন। সাকিব যেন হারিয়ে না যায় এজন্য তাকে ঘরে তালাবদ্ধ রেখে কর্মস্থলে যেতেন তারা; কিন্তু রোববার দুপুরে ঘরে আগুন লেগে যাওয়ায় বের হতে না পেরে ঘরের ভেতরেই আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায় শিশুটি।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ‘শিশুকে কক্ষে তালাবদ্ধ করে কর্মস্থলে যেত তার বাবা-মা। আজ সেই ঘর থেকেই আগুনের সূত্রপাত। এক প্রতিবেশীর কাছে সাকিবদের ঘরের চাবি ছিল, আগুন ছড়িয়ে পড়লে তারা ঘর খুলে শিশুটিকে বের করার চেষ্টা করলেও আগুনের তীব্রতায় বের করতে পারেনি। পরে আমরা গিয়ে আগুন নেভাই ও শিশুটির পুড়ে যাওয়া লাশ উদ্ধার করি। তবে প্রাথমিকভাবে শর্টসার্কিটের কথাই সন্দেহ করছি।