Logo
Logo
×

সারাদেশ

টাকার জন্য শ্রমিককে শিকলবন্দি, ভাটা মালিকসহ গ্রেফতার ২

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৪ পিএম

টাকার জন্য শ্রমিককে শিকলবন্দি, ভাটা মালিকসহ গ্রেফতার ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইটের ভাটায় এক শ্রমিককে শিকলবন্দি অবস্থায় ৪ দিন পর পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় ভাটা মালিকসহ ২ জনকে গ্রেফতার করে শনিবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল গ্রামে এজিবি ব্রিকস নামে ইটভাটায় গত ২ মাস ধরে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সান্তান গ্রামের আবজাল হোসেনের ছেলে সবুজ আলী (৩৬) কাজ করে আসছিলেন। গত ৫ ফেব্রুয়ারি ওই ভাটার সরদার নাটোর জেলার আনসার আলী ১৭ জন শ্রমিক নিয়ে ইটভাটা মালিকের কাছ থেকে ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। 

কিন্তু সবুজ আলী বিষয়টি জানতে না পারায় ভাটা মালিক তাকে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখে মারধর করে তার বাবার কাছে মোবাইল ফোনে ৩ লাখ টাকা দাবি করে। শুক্রবার রাতে সবুজের বাবা আবজাল হোসেন ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

পরে পুলিশ তাকে শিকলবন্দি আহতাবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। এ সময় ইটভাটার মালিক খাইরুল ইসলাম রাসেল (৪২) ও ম্যানেজার আসাদ মিয়াকে (৭০) গ্রেফতার করে। 

ঈশ্বরগঞ্জ থানার ওসি তদন্ত ফরিদ আহম্মেদ জানান, আটককৃতদের শনিবার আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম