ভাইস চেয়ারম্যানের প্রক্সি দিতে গিয়ে কারাগারে তরুণী
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৯ পিএম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভাইস চেয়ারম্যানের পক্ষে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে সালমা খাতুন (২৬) নামে এক ছাত্রীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার আলমডাঙ্গা মহিলা কলেজে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন আলমডাঙ্গা মহিলা কলেজে বি,এ/বি,এস,এস বিভাগের পরীক্ষা দুপুর ১টায় শুরু হয়। ওই পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়ার মৃত কাজী কামালের মেয়ে কাজী মারজাহান নিতু। এ অবস্থায় নিতুর স্থানে ভুয়া পরীক্ষার্থী সেজে পরীক্ষায় অংশগ্রহণ করেন আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকা গঞ্জের জহুরুল ইসলামের মেয়ে সালমা খাতুন (২৬)।
সঠিক পরীক্ষাথী কাজী মারজাহান নিতুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদান করা শিক্ষার্থী কার্ডের আইডি নাম্বার ২০০২৩৪০৬০৮৪। তিনি বর্তমানে আলমডাঙ্গা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত আছেন।
আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভুয়া পরীক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়। পরে পরীক্ষাকেন্দ্রেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।