সান্তাহারে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৯ পিএম
বগুড়ার আদমদীঘিতে মো. রশিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী রাজিয়া সুলতানাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার সান্তাহার চা বাগান এলাকায় ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে রাজিয়া সুলতানা বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। বিকালে আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, ঘটনার পরপরই রশিদ পালিয়ে গেছে।
রাজিয়া সুলতানা বগুড়ার কাহালু উপজেলার নিশিন্দারা গ্রামের আবদুর রশিদের মেয়ে। কয়েক বছর আগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শ্রীকান্দ গ্রামের বদিউজ্জামানের ছেলে মো. রশিদের সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে তারা বগুড়ার আদমদীঘির সান্তাহার চা বাগান এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রশিদ তরকারি কাটার বটি দিয়ে রাজিয়ার কোমর ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে। রাজিয়া সুলতানার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে স্থানীয় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হলে শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১০টায় তিনি মারা যান। লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি।