Logo
Logo
×

সারাদেশ

জাল টাকাসহ নারী আটক

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩০ পিএম

জাল টাকাসহ নারী আটক

খুলনার পাইকগাছায় ৪০টি এক হাজার টাকার জাল নোটসহ নুরজাহান খাতুন (৪০) নামে এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। 

আটক নুরজাহান পাইকগাছা পৌরজানা ৯নং ওয়ার্ডের শরফত মোল্যার মেয়ে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ বক্সের সামনে অভিযান চালানো হয়। এ সময় ৪০টি এক হাজার টাকার জাল নোটসহ ওই নারীকে আটক করে পুলিশ। 

পাইকগাছা থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, আটক আসামিকে আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম