Logo
Logo
×

সারাদেশ

অবিস্ফোরিত মর্টারশেল হাতে করে বাড়িতে আনলেন নারী

Icon

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি 

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৬ পিএম

অবিস্ফোরিত মর্টারশেল হাতে করে বাড়িতে আনলেন নারী

নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা থেকে আরও একটি মর্টারশেল উদ্ধার করেছে বিজিবি। 

মিয়ানমার থেকে ছোড়া ওই অবিস্ফোরিত মর্টারশেলটি শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে খেত পেয়ে কুড়িয়ে বাড়িতে আনেন এক নারী। 

স্থানীয়রা জানান, সীমান্তের ৩৪ নাম্বার পিলার নামক স্থানে খেত থেকে অবিস্ফোরিত মর্টারশেল হাতে করে বাড়িতে নিয়ে আসেন এক নারী। খবর পেয়ে অবিস্ফোরিত মর্টারশেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে দেয় বিজিবি। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওই নারী রাজেয়া বেগম বলেন, ‘সকালে আমি তুমব্রু সীমান্তের পাশে ধানের জমিতে কাজ করতে গিয়েছিলাম। ওই সময় সীমান্ত ঘেঁষে ৩৪ নাম্বার পিলারের স্থানে জিনিসটি দেখতে পাই। পরে সেখান থেকে হাতে করে বাড়িতে নিয়ে আসি।’

রাজেয়ার দেবর মো. রাশেল বলেন, ভাবি হাতে করে অবিস্ফোরিত একটি মর্টারশেল বাসায় নিয়ে আসেন। সেটি দেখে বিজিবি সদস্যদের খবর দিলে তারা এসে মর্টারশেল উদ্ধার করে নিয়ে যান।

১নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, রাজেয়া নামে এক নারী মর্টারশেল হাতে করে নিয়ে বাড়ি আনেন। বিজিবি খবর পেয়ে সেই মর্টারশেল উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম