Logo
Logo
×

সারাদেশ

বিশ্ব ইজতেমায় এসেছেন ইবিট লিও, কে তিনি?

Icon

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি 

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১০ পিএম

বিশ্ব ইজতেমায় এসেছেন ইবিট লিও, কে তিনি?

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামাতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে বুধবার রাতে ময়দানে এসেছেন মালয়েশিয়ায় ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত আলোচিত সমাজকর্মী ইবিট লিও।

ইজতেমা ময়দানে মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, ইবিট লিও ময়দানে এসেছেন। তিনি আখেরি মোনাজাতে অংশ নেবেন। বুধবার ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশিদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে মাগরিবের নামাজ আদায় করেছেন। তিনি গত বছরের ইজতেমার পর এবার দ্বিতীয় ধাপের আয়োজনে যোগ দিলেন।

এর আগে তিনি তার কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করেন। তিনি তার ফেসবুক ক্যাপশনে লিখেছেন- ‘দোয়াকান, ফ্লাই টু ঢাকা বাংলাদেশ’। অপর একটি পোস্টের ক্যাপশনে লিখেছেন- ‘আই লাভ বাংলাদেশ, বিউটিফুল’।

ইবিট লিওর পুরো নাম ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিও। মালয়েশিয়ায় মুসলিম উদ্যোক্তা এবং ধর্মপ্রচারক হিসেবে তিনি বেশ পরিচিত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম