সিলেট এমসি কলেজে অধ্যক্ষকে তালা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৪ পিএম
কলেজের নানা সমস্যার সমাধান দাবিতে উপমহাদেশের প্রাচীণতম বিদ্যাপীঠ সিলেটের এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষককে তালাবদ্ধ করে রেখেছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
রাত ৮টায় শাহপরান (রহ.) থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ যুগান্তরকে জানান, আমি ঘটনাস্থলে এসেছি। ভেতরে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
আন্দোলনে থাকা শিক্ষার্থীরা জানান, দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে অধ্যক্ষসহ বেশ কয়েকজন শিক্ষক কলেজের একাডেমিক ভবনে অধ্যক্ষের কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক সংকট, ছাত্রাবাসের বঙ্গবন্ধু হলের পানি সমস্যা ও ছাত্রী নিবাসের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নামকরণের দাবিতে বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন সাধারণ শিক্ষার্থীরা। বৈঠকে কোন সমাধান না আসায় অধ্যক্ষকে অফিসে রেখে বাইরে তালা দেয় আন্দোলনকারীরা।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে ক্যাম্পাস ও আশপাশের এলাকায়।
আন্দোলনে থাকা ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, আমরা প্রায় তিনঘন্টা কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছি। কিন্তু কোন সমাধান আসেনি। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। দাবি না মানা হলে আমাদের অবস্থান থেকে আমরা যাবো না।
আন্দোলনস্থনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত থাকা ছাত্রনেতা দিলোয়ার হোসেন রাহী জানান, দীর্ঘদিন থেকে ইতিহাস বিভাগে শিক্ষক সংকট, হলের পানি সমস্যা নিরসনের জন্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একমত। দ্রুত এ সংকট নিরসনে পদক্ষেপ নিতে হবে।