Logo
Logo
×

সারাদেশ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তিন মুসল্লির মৃত্যু

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৭ পিএম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তিন মুসল্লির মৃত্যু

আগামীকাল শুক্রবার বাদ ফজর থেকে শুরু হচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা। তিন দিনব্যাপী দ্বিতীয় পর্ব ইজতেমা শুরুর আগে তিন মুসল্লি মৃত্যুবরণ করেন।

তারা হলেন- শেরপুর জেলা সদরের মৃত মহেজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মৃত সুলতানের ছেলে আব্দুল হালিম (৬২) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শেরনগর গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৭০)।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সেলের সমন্বয়ক মো. সায়েম মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। 

জানা যায়, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে আবুল কালাম শ্বাসকষ্ট ও প্রেসারজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাড়ে ৩টার দিকে আব্দুল হালিম হার্টের সমস্যায় একই হাসপাতালে মারা যান। বিকালে জহির উদ্দীন ইজতেমা ময়দানে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
 
 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম