Logo
Logo
×

সারাদেশ

ঘুমধুম সীমান্তে মিলল অবিস্ফোরিত মর্টারশেল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৬ পিএম

ঘুমধুম সীমান্তে মিলল অবিস্ফোরিত মর্টারশেল

মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর যুদ্ধ চলছে। এতে গুলি ও মর্টারশেলের শব্দে বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল বিস্ফোরণে বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম এলাকায় ২ জন নিহত হয়েছেন। এর মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় এবার মিলল একটি অবিস্ফোরিত মর্টারশেল।

বৃহস্পতিবার দুপুরে ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকা থেকে মর্টারশেলটি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নোয়াপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি অবিস্ফোরিত মর্টারশেল দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা এসে মর্টার শেলটি নিজেদের হেফাজতে নিয়ে যায়।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, নোয়াপাড়া এলাকা থেকে একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করে বিজিবি। পরে সেটি বিজিবির সদস্যরা নিয়ে গেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম