দৌলতপুর হাসপাতাল থেকে নবজাতক চুরি
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪০ এএম
দৌলতপুরে একটি বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। এদিকে ওই নবজাতককে উদ্ধারে কাজ করছে পুলিশের একাধিক দল।
বুধবার দুপুরের দিকে উপজেলার আল্লার দর্গা এলাকায় নাসির গ্রুপের আনোয়ার বিশ্বাস মা ও শিশু হাসপাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। এরপর পুলিশকে জানানো হলে দ্রুত তারা পদক্ষেপ নিতে শুরু করে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়- বোরকা পরিহিত লাল সোয়েটার গায়ে এক নারী এই নবজাতককে কোলে নিয়ে হাসপাতাল থেকে তড়িঘড়ি করে বের হয়ে যাচ্ছেন।
দুপুরে হাসপাতালের মহিলা ওয়ার্ডে গিয়ে নবজাতকের নানির কোল থেকে বাচ্চাকে আদর করার কথা বলে কোলে তুলে নেন বোরকা পরিহিত ওই নারী। পরে শিশুটির নানি পানি আনতে গেলে নবজাতককে নিয়ে পালিয়ে যান বলে জানিয়েছেন শিশুটির নানি রহিমন নেছা।
নবজাতকের মা রিয়া খাতুন বলেন, গত ৫ তারিখে আমার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে শিশুর জন্ম হয়। বিয়ের পর এটাই আমার প্রথম বাচ্চা।
হাসপাতালের ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা আছে। নবজাতক হারিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষের কিছু করার নাই।
দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। নবজাতককে উদ্ধারে পুলিশ কাজ করছে।