সন্দ্বীপ উরির চরে একদিনে ৮ গরু চুরি
সন্দ্বীপ প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭ পিএম
চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার উরির চর ইউনিয়ন থেকে একদিনে আটটি গরু চুরি করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গত ৩ ফেব্রুয়ারি উরির চরের স্থানীয় লেদু মাঝির ছেলে সাদ্দামের ৮টি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলোর আনুমানিক মূল্য ১২ থেকে ১৫ লাখ টাকা।
স্থানীয় সন্ত্রাসীরা গরুগুলো চুরি করেছে বলে স্থানীয় জনসাধারণের ধারণা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ উরির চর পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের চোখের সামনে প্রকাশ্যই চলাফেরা করে এসব সন্ত্রাসী।
গত সংসদ নির্বাচনকালীন পুলিশের ওপর আক্রমণের মামলার ১নং আসামি রাহাত এ ঘটনার মূলহোতা। এই সন্ত্রাসীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা গেলে গরু চুরির রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
শুধু গরু চুরি নয়, রাহাতের বিরুদ্ধে গত এক মাসে জেলেদের ওপর হামলা, অন্তত ১৫-২০টি বাড়িতে চুরিসহ অসংখ্য মানুষকে মারধরের অভিযোগ আছে। তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলছে না। এমনকি মামলা করারও সাহস পাচ্ছে না।
এদিকে সাদ্দামের গরু চুরির পর থেকে স্থানীয় খামারি, কৃষকরা আতঙ্কে রাত কাটাচ্ছেন। অনেক বসত বাড়িতে বাসিন্দারা থাকার ঘরে গরু বেঁধে ঘুমাচ্ছেন। এই তীব্র শীত উপেক্ষা করে গরুর মালিকেরা গোয়ালে গোয়ালে পাহারা বসিয়েছেন।