ইজতেমা ময়দানে মাওলানা সাদের ৩ ছেলে
মো. জাকির হোসেন, লুৎফুজ্জামান লিটন ও মো. আনোয়ার হোসেন টঙ্গী (গাজীপুর)
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৯ পিএম
টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে তাবলিগ জামাতের ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে অংশ নেবেন তাবলিগের কেন্দ্রীয় মার্কাজ দিল্লির নিজামুদ্দিনের অনুসারী মুসল্লিরা।
ইজতেমাকে সামনে রেখে ইতোমধ্যে ময়দানের প্রস্তুতি কাজ প্রায় সম্পন্ন হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল এখন টঙ্গীমুখী। পুরো ময়দান এখন টুপি-পাঞ্জাবি পরা মুসল্লিতে ভরপুর।
এবারের ইজতেমায় বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি নিজামউদ্দিন মারকাজের আমির মাওলানা সাদ কান্ধলভীর অংশগ্রহণ এখনো নিশ্চিত না হলেও বুধবার সন্ধ্যায় তার তিন ছেলে ময়দানে পৌঁছেছেন।
তারা হলেন- মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী, মেজো ছেলে মাওলানা সাঈদ কান্ধলভী ও ছোট ছেলে মাওলানা ইলিয়াস কান্ধলভী। তারাসহ নিজামউদ্দিন মারকাজের ১৪ জনের একটি জামাত ময়দানে উপস্থিত হয়েছেন জানা গেছে।
মাওলানা সাদ কান্ধলভীর ছেলেদের বহনকারী গাড়ি সন্ধ্যা সাড়ে ৭টায় ইজতেমা ময়দানে প্রবেশ করে। এ সময় স্বাগতিক বাংলাদেশের সাথীরা তাদের ফুল ছিটিয়ে স্বাগত জানান এবং বরণ করে নেন।
বর্তমানে তারা বিদেশি তাঁবুতে বিশ্ব ইজতেমার শীর্ষস্থানীয় শূরা সদস্যদের সঙ্গে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।
এবারের ইজতেমায় বিশ্বের শতাধিক দেশের প্রায় ১২-১৪ হাজার বিদেশি মেহমান অংশগ্রহণ করবেন বলে ধারণা করছেন ইজতেমার মুরুব্বিরা। ইতোমধ্যে ময়দানে প্রায় তিন হাজার বিদেশি মেহমান এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন তারা।
প্রসঙ্গত, শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্ব। আগামী ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৭তম আসর।
আরও পড়ুন>> মাওলানা সাদের ভিসা নিশ্চিত না হলে যেকোনো পরিস্থিতির দায় সরকারের