Logo
Logo
×

সারাদেশ

বাঙালির চিরায়ত সংস্কৃতি বিকাশে আমরা কাজ করব: সিসিক মেয়র

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪০ পিএম

বাঙালির চিরায়ত সংস্কৃতি বিকাশে আমরা কাজ করব: সিসিক মেয়র

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আমাদের সংস্কৃতির ভান্ডার সমৃদ্ধ। আর সিলেটের সাংস্কৃতিক অগ্রযাত্রার বিকাশে আমরা ঐক্যবদ্ধ। বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যে পিঠাপুলির উৎসব অন্যতম গুরুত্বপূর্ণ। দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে আমরা সর্বক্ষেত্রে এগিয়ে যেতে চাই। তাই সকলে সম্মিলিতভাবে বাঙালির চিরায়ত লোকসংস্কৃতি বিকাশে আমরা কাজ করব।

সোমবার রাতে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে জেলা শিল্পকলা একাডেমির জাতীয় পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজনে জাতীয় কর্মসূচির অংশ হিসাবে ৩ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত। এতে বিশেষ অতিথি ছিলেন, সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম