কালোকে কালো আর সাদাকে সাদা বলে যুগান্তর
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৪ পিএম
যুগান্তরের পঁচিশ বছরে পদার্পণ উপলক্ষে ঘাটাইলে কেক কাটা আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুগান্তরের ঘাটাইল প্রতিনিধি খান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও ইরতিজা হাসান।
উপস্থিত ছিলেন- বিশিষ্ট লেখক সাংবাদিক জুলফিকার হায়দার, সাবেক ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চান, সহসভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক রকিবুল হাসান জসিম, যুগান্তর পত্রিকার প্রতিনিধি খান ফজলুর রহমানের সহধর্মিণী পাপড়ি খান প্রমুখ।
বক্তারা বলেন- যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। যুগান্তর পত্রিকা প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। কালোকে কালো আর সাদাকে সাদা বলার সৎসাহস একমাত্র যুগান্তরের রয়েছে। ফলে যুগান্তর পত্রিকাটি আজ পাঠকের কাছে জনপ্রিয়তা পেয়েছে।