না.গঞ্জে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি, গ্রেফতার ২৫
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৪ পিএম
নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক-মহাসড়কের প্রবেশমুখে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায়কালে ২৫ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। রোববার দিনভর চালানো অভিযানে গ্রেফতার চাঁদাবাজদের মধ্যে ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদি কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর পাশাপাশি ১২ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকালে র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গ্রেফতার চাঁদাবাজরা র্যাবকে জানিয়েছে যে, তারা নারায়ণগঞ্জের প্রবেশমুখে বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজি করে আসছিল। তথাকথিত ইজারাদারদের নির্দেশে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে প্রতি রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় রাস্তার ওপর তারা অবস্থান নেয়। কিছু কিছু ক্ষেত্রে তারা চাঁদা আদায়ের রশিদও প্রদান করে। চালকরা তাদের চাঁদা দিতে না চাইলে তাদের গাড়ি ভাঙচুর, চালক-হেলপারকে মারধরসহ প্রাণনাশের হুমকি দেয়। এদের কাছে দূরপাল্লার পণ্যবাহী ট্রাকচালক ও ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছেন। এই বাড়তি খরচের ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকারীদের বিরুদ্ধে র্যাব-১১’র অভিযান চলমান থাকবে বলে র্যাব জানায়।