সিংগাইরে কুদ্দুস হত্যা
১৫ জনকে আসামি করে মামলা, দুই এসআই ক্লোজড
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৬ পিএম
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর এলাকায় তিন প্রতিবন্ধী সন্তানের জনক আব্দুল কুদ্দুস হত্যার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা হয়েছে। নিহত কুদ্দুসের স্ত্রী শিউলি বাদী হয়ে আবু কালামকে প্রধান আসামি করে রোববার রাতে সিংগাইর থানায় এ মামলা করেন।
মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, সাংগঠনিক সম্পাদক ফিরোজকেও আসামি করা হয়েছে। এরা সবাই সাবেক সংসদ-সদস্য মমতাজ বেগমের সমর্থক ও ঘনিষ্ঠজন।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে শান্তিপুর (বাঘুলি) তদন্তকেন্দ্রের দুই এসআই আব্দুস সালাম মিয়া ও আব্দুল আজিজকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো জানান, এজাহারভুক্ত আসামি হারুন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। আলামত হিসাবে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও রক্ত মাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত শনিবার সকালে দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুদফায় সংঘর্ষে কয়েকজন আহত হন। এদের মধ্যে আব্দুল কুদ্দুস (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কুদ্দুস উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত মিনাজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন বাঁশ ও কাঠ ব্যবসায়ী ছিলেন। সোমবার দুপুরে পুলিশ সুপার গোলাম আজাদ খান ও রোববার বিকালে স্থানীয় সংসদ-সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।