Logo
Logo
×

সারাদেশ

সীমান্তের ওপার থেকে আসছে হেলিকপ্টার ও গুলির শব্দ

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৪ পিএম

সীমান্তের ওপার থেকে আসছে হেলিকপ্টার ও গুলির শব্দ

সীমান্তে আতঙ্কে দিন-রাত কাটছে স্থানীয়দের

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপার থেকে তুমুল গোলাগুলি ও হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে। সীমান্তে অবস্থানরত একাধিক সূত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টার থেকে তুমব্রু রাইট ক্যাম্পে গুলি ছোড়া হচ্ছে। আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সামরিক বাহিনীর তীব্র লড়াই চলছে।

সূত্রগুলো বলছে, ঘুমধুমের ওপারে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ক্যাম্প দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ক্যাম্পটি পুনরুদ্ধারে আজ সকাল থেকে চেষ্টা চালাচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনী। এ নিয়ে সেখানে চলছে হামলা ও পাল্টা হামলা।

সোমবার দুপুরে ঘুমধুম পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহাফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, হেলিকপ্টার ও গোলাবর্ষণের শব্দ শোনা যাচ্ছে। আমরা সতর্ক অবস্থানে আছি। স্থানীয়দের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় এ ব্যাপারে সার্বক্ষণিক সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ওপারে মিয়ানমারে গোলাগুলির ঘটনায় আতঙ্কে দিন কাটছে বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম