Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২০ এএম

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

বগুড়ার কাহালু ও আদমদীঘি উপজেলায় শনিবার সন্ধ্যা সড়ক দূর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। দুটি থানার ওসি এর সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নিহতরা হলেন- বগুড়ার কাহালু উপজেলার দোগাছি ছয়ঘড়িয়া গ্রামের তিন কাঠমিস্ত্রি তরিকুল ইসলাম (২২), রাকিব ইসলাম (১৭) ও সিজান আহমেদ (১৮), একই উপজেলার বোরাইল গ্রামের বৃদ্ধ খলিল শেখ (৯০) এবং নওগাঁর বদলগাছি উপজেলার ভুবন গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে পবিত্র চন্দ্র (৫২)।

কাহালু থানার এসআই মাসুদ করিম ও প্রত্যক্ষদর্শীরা জানান, পেশায় কাঠমিস্ত্রি তরিকুল, রাকিব ও সিজান শনিবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে কাহালুর বীরকেদার কাজিপাড়ায় একটি হোটেলে খেতে যাচ্ছিলেন। 

পথিমধ্যে বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর নারহট্ট ইউনিয়নের দরগাহ বাসস্ট্যান্ডে পাশে পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত ট্রাকের চালক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যান। এতে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তরিকুল ও রাকিব মারা যান। 

সিজানকে মুমুর্ষ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা আরো জানান, নিহত তিন মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট ছিলনা। ঘাতক ট্রাক শনাক্ত করে চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এছাড়া শনিবার বেলা ১১টার দিকে বৃদ্ধ খলিল শেখ কাহালু উপজেলার বোরাইল গ্রামে স্কুলের সামনে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেলের চালক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। অচেতন অবস্থায় খলিল শেখকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যার দিকে তিনি মারা যান। 

কাহালু থানার এসআই মাসুদ রানা জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর কর হয়েছে। মামলা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে শনিবার বিকালের দিকে পবিত্র চন্দ্র নওগাঁর বদলগাছি উপজেলার ভুবন গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে ধানের চারা তোলেন। তিনি চারাগুলো পাশ্বর্বর্তী বগুড়ার আদমদীঘি উপজেলার ভালোহালী গ্রামে শালিকা তৃপ্তি রাণীর বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। সন্ধ্যার দিকে আদমদীঘির ইন্দইল এলাকায় পৌঁছলে বিপরীতমুখী ট্রাকের চালক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলে আগুন ধরে পুড়ে যায়। 

স্থানীয়রা পবিত্র চন্দ্রকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম