জোড়া লাগানো দু’কন্যা সন্তান নিয়ে বিপাকে বাবা-মা
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৮ পিএম
চাটখিলের বদলকোট ইউনিয়নের উত্তর বদলকোট গ্রামের মাহবুবুর রহমানের মেয়ে আফরোজা সুলতানা মেঘলা জোড়া লাগানো দু’কন্যা শিশুর জন্ম দিয়ে বিপাকে পড়েছে। ২৬ জানুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অপারেশনের মাধ্যমে জোড়া লাগানো ২টি যমজ কন্যাশিশুর জন্ম হয়।
শিশু ২টির নাম রাখা হয় মাইমুনা ও মরিয়ম। মেঘলার মা ফাতেমা আক্তার জানান, ১০ মাস আগে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শাহানুর ইসলামের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। শাহনুর মুন্সীগঞ্জের বাটার চর এলাকায় একটি কাপড় মিলে দিনমজুরের কাজ করে। হতদরিদ্র পরিবারের পক্ষে জোড়া লাগানো শিশু মাইমুনা ও মরিয়মের চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। জন্মের পর শিশু ২টিকে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে।
শনিবার বিকালে খোঁজ নিয়ে জানা গেছে, টাকার অভাবে জোড়া লাগানো শিশুদের ঢাকায় নেওয়া যাচ্ছে না। তারা বর্তমানে চাটখিলে বদলকোট গ্রামে নানার বাড়িতে রয়েছে। মাইমুনা ও মরিয়মের পেট ও বুকের অংশ জোড়া লাগানো। মাথা ও মুখ আলাদা। খাদ্য গ্রহণে কোনো অসুবিধা হচ্ছে না। দেশে এর আগেও জোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়েছিল। অপারেশনের মাধ্যমে তাদের আলাদা করা সম্ভব হয়েছে। হতদরিদ্র দিনমজুর বাবা শাহানুর ইসলাম ও মা আফরোজা সুলতানা মেঘলার আশা তাদের কন্যাদের চিকিৎসার ব্যাপারে বিত্তবানরা এগিয়ে আসবেন।