Logo
Logo
×

সারাদেশ

আমরা সংকটময় সময় পার করছি: নৌ প্রতিমন্ত্রী

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩০ পিএম

আমরা সংকটময় সময় পার করছি: নৌ প্রতিমন্ত্রী

নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমানে আমরা সংকটময় সময় পার করছি। তার পরেও আমরা এগিয়ে যাচ্ছি। শনিবার বিকালে রংপুর পুলিশ লাইন্স মাঠে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শিল্প ও বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রংপুর বিভাগ, মেট্রো, সিটি পেয়েছে। আগামীতে গ্যাসও আসবে। রংপুরে ফোরলেন রাস্তা হচ্ছে, যা বাংলাবান্ধা গিয়ে শেষ হবে। তিস্তা মহাপরিকল্পনার কাজের কথাও প্রধানমন্ত্রী বলে গেছেন। 

রংপুর চেম্বারের সভাপতি মো. আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার রংপুর ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, আওয়ামী লীগ রংপুর মহানগর শাখার আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন প্রমুখ। 

মাসব্যাপী মেলায় থাকছে সাতটি প্যাভিলিয়নসহ ১১০টি স্টল। স্টলগুলোতে থাকছে নারী উদ্যোক্তাদের তৈরি পথ্য, প্রসাধনী, জুতা, খেলনা, ক্রোকারিজ, হস্তশিল্প, তাতের শাড়ি, থ্রিপিস, গার্মেন্টস পণ্যসহ হরেক রকমের সুস্বাদু খাবারের দোকান। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তারা স্টলগুলোতে সাশ্রয়ী মূল্যে তাদের পণ্যসামগ্রী বিক্রয় করবে। শিল্প ও বাণিজ্যমেলা চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম