প্রেমের টানে স্কুল থেকে লাপাত্তা সেই শিক্ষক-শিক্ষিকাকে বহিষ্কার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৯ পিএম
দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইনে প্রেমের টানে স্কুল থেকে শিক্ষক-শিক্ষিকা লাপাত্তা নিরোনামে সংবাদ প্রকাশের পর ওই যুগল প্রেমিককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য মো. ওমর ফারুককে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গাজীপুর মহানগরীর টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের আলোচিত ওই যুগল প্রেমিক শিক্ষক-শিক্ষিকাকে বহিষ্কার ও ঘটনা তদন্তে কমিটি গঠনের বিষয়টি ওই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক যুগান্তরকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের ইংরেজি বিষয়ের একজন শিক্ষক একই বিষয়ে তার সহকর্মী দুই সন্তানের জননীকে নিয়ে গত ২৫ জানুয়ারি প্রেমের টানে স্কুল থেকে লাপাত্তা হন। এ ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
বৃহস্পতিবার ওই প্রেমিক যুগলকে নিয়ে সংবাদ প্রকাশ হলে কর্তৃপক্ষের টনক নড়ে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়।