Logo
Logo
×

সারাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫১ পিএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

যুদ্ধাপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (বাংলাদেশ) কর্তৃক ইস্যুকৃত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. আবুল খায়েরকে (৭০) গ্রেফতার করেছে র‌্যাব-১০। বুধবার রাজধানীর উত্তরা (পশ্চিম) থানাধীন আহালিয়ার মাস্টার গলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার র‌্যাব-১০ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার আবুল খায়ের নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানাধীন চর ফকিরা এলাকার মৃত দানা মিয়ার পুত্র। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় নোয়াখালী এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মো. আবুল খায়েরসহ (৭০) অন্যান্য যুদ্ধাপরাধী রাজাকার বাহিনীর সদস্যরা অপহরণ, নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

মুক্তিযুদ্ধ চলাকালীন আবুল খায়েরসহ (৭০) অন্যরা সশস্ত্র রাজাকার ও পাকিস্তানি আর্মি নিয়ে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় বুদ্ধিজীবী ড. রমেশ চন্দ্র সেনসহ স্বাধীনতাকামী ১০ ব্যক্তিকে হত্যা করে; যার পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রুজু হয়। ২০২১ সালের ৫ ডিসেম্বর যুদ্ধাপরাধী মো. আবুল খায়েরের (৭০) বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করতে থাকেন। তাকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ এর একটি দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম