Logo
Logo
×

সারাদেশ

সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা, বর্তমান চেয়ারম্যান গ্রেফতার

Icon

বরিশাল ব্যুরো ও পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৬:৪৫ পিএম

সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা, বর্তমান চেয়ারম্যান গ্রেফতার

লোকজনের সামনেই সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে হত্যার ঘটনায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারসহ ৪ জনকে গ্রেফতার করছে র‌্যাব -৮।

বুধবার সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল কাজী রানজুবায়ের আহম্মেদ শোভন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কুড়িয়ানা বাজারে ওই হত্যাকাণ্ড ঘটে।

নিহত শেখর সিকদার পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই চেয়ারম্যানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আন্দারকুল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের ব্যানারে অতিথিদের নাম দেওয়া নিয়ে বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের সঙ্গে সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদারের বিবাদ হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে শেখর কুমার সিকদার কুড়িয়ানা বাজারে এলে তার ওপর লোকজন নিয়ে হামলা চালায় মিঠুন হালদার।

হামলায় গুরুতর জখম হন শেখর কুমার। স্থানীয়রা উদ্ধার করে নেছারাবাদ উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শেখর সিকদারের স্ত্রী মালা মণ্ডল নেছারাবাদ থানায় মামলা করলে র‌্যাব বাগেরহাটসহ মোল্লারহাট থেকে বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার, সুষময় হালদার, জালিস মাহমুদ ও আমিনুল ইসলামকে গ্রেফতার করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম