সিলেট সিটি কাউন্সিলর হত্যায় ৭ জনের যাবজ্জীবন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সিলেট ব্যুরো
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৫৭ পিএম
![সিলেট সিটি কাউন্সিলর হত্যায় ৭ জনের যাবজ্জীবন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/01/30/image-769094-1706633843.jpg)
সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী তাজুল ইসলাম হত্যা মামলার রায়ে ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন।
রায়ে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, নগরীর কুয়ারপাড় ও খুলিয়াটুলার বাসিন্দা শাকিল ওরফে পিচ্চি শাকিল, সবুজ ওরফে টুকাই সবুজ, আল-আমিন ওরফে জেটলি, মিঠুন দাস ওরফে মিন্টু আহমেদ, আব্দুল ওয়াহাব কাইয়ুম, আব্দুর রহিম ও তোফায়েল আহমদ।
সূত্র জানায়, ২০১৬ সালের ২০ আগস্ট রাত ১০টার দিকে খুলিয়াটুলা গরম দেওয়ানের মাজারের কাছাকাছি এলে কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী তাজুল ইসলামকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। ঘটনার রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে নিহতের স্ত্রী শাহানা বেগম শানু বাদী হয়ে কোতোয়ালি থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।